জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রসাশনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২২শে এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ায় সভাপতিত্বে অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)।
 

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো সভায় অংশগ্রহণ করেন ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সহকারী মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন, রাজবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোকতার চৌধুরী, লালাখাল বিওপি কমান্ডার নায়েব সুবেদার মুজিবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালীন রুহেল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফুর রহমান সহ অন্যান্যরা।
 

সভায় বিগত আইনশৃঙ্খলা কমিটি মাসিক সভার প্রতিবেদন পেশ করা হয়। সেই সাথে বর্তমান সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সীমান্ত চোরাচালান বন্ধ, মাদক, জুয়া সহ সামাজিক অবক্ষয় রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন মহলকে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।
 

সভায় সম্প্রতি সময়ে বৈরী আবহাওয়ায় শিলা বৃষ্টি ও বজ্রপাত থেকে রক্ষায় প্রতিটি ইউনিয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালানোর আহবান জানানো হয়। এ ছাড়া তামাবিল মহাসড়কে দূর্ঘটনা রোধে যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।


 


সিলেটভিউ২৪ডটকম/আব্দুল্লাহ/এসডি-১৭৮১