দেশের ক্রমবর্ধমান তাপমাত্রা সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং টেকশই উন্নয়ন লক্ষমাত্রা এসডিজি অর্জনের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত ১০ দিনে ৫ লক্ষ ও সর্বমোট এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
 

সোমবার (২২ এপ্রিল) সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেইটস্থ বাইপাস এলাকা এবং ৬নং টুকের বাজার ইউনিয়নের কয়েকটি এলাকায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
 


৪নং খাদিমপাড়া ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচিত উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং ৬নং টুকের বাজার ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
 

এছাড়াও বৃক্ষরোপন কর্মাসূচীতে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ৬নং টুকের বাজার ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭৮৭