প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮ মে সাধারণ নির্বাচন।
 

মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। প্রতীক পেয়েই প্রার্থীরা শুরু করেন প্রচারণা।
 


উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হল্যান্ড প্রবাসী বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক পেয়েছেন আনারস, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন কড়াই প্রতীক, তার ভাই আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন দোয়াত-কলম প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন কাপ-পিরিচ, বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ পেয়েছেন মটরসাইকেল প্রতীক ও পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ঘোড়া প্রতীক পেয়েছেন।
 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম পেয়েছেন বই প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ পেয়েছেন তালা, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ পেয়েছেন টিয়া পাখি, মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু পেয়েছেন বাল্ব, মোহাম্মদ শামীম আহমেদ পেয়েছেন মাইক, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ পেয়েছেন চশমা ও রুবেল আহমদ টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম পেয়েছেন কলস প্রতীক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা পেয়েছেন প্রজাপতি ও শিল্পী বেগম ফুটবল প্রতীক পেয়েছেন।


 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১৭৯৩