পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে ভারত নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত সিরিজের পরীক্ষা বাংলাদেশ নারী দলের। আজ কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরেই ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় হারমনপ্রীত কৌরের দল।

 


বিমানবন্দরে ভারতীয় দলকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

 

সেখান থেকে পুরো দল চলে যায় হোটেলে। আজ হোটেলে বিশ্রাম করে কাটাবে ভারতীয় নারী দল।


এদিকে আজ সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অনুশীলন করে বাংলাদেশ নারী দল। কাঠফাটা রোদে সকাল ১০টা খেকে ১টা পর্যন্ত টানা তিন ঘন্টা নেটে অনুশীলন করেন নিগার সুলতানা, নাহিদা আক্তাররা।


আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে হবে যথাক্রমে পরের চার ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুর আউটারে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায়।
 

 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত