নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যবান্ধব আদর্শ পরিবার গঠন” এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার(২৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এ পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, সহকারি পরিচালক ডা. দেবাশীষ শর্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডিটর কাম ট্রান্সলেটর নাসের উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার ও  মেডিকেল অফিসার ডা. ফাতেমা বেগম প্রমুখ।
 

উক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ দম্পতি ও তাদের পরিবারের দুইজন করে সদস্য সহ মোট ১০০ জন অংশগ্রহণ করে। বিকেলে দম্পতি ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় পরিবার সম্মেলন।


 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৮২৩