ঈদের ছুটি শেষে দাবদাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ে শ্রেণি কার্যক্রম চালু থাকলেও তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম।

 


শ্রেণি কার্যক্রম চালু থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মানতে হবে ৫ নির্দেশনা। 

 

সেগুলো হচ্ছে- 
১) ২৮ এপ্রিল (রবিবার) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।

২) এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

৩) দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

৪) প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 ৫) তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

 

রবিবার সকাল থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীরা দলে দলে উপস্থিত হতে থাকে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীদের সাথে দেখা করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

 

অভিভাবকরা জানান, দীর্ঘ ছুটির কারনে শিক্ষার্থী কিছুটা পিছিয়ে পরলেও শনিবারের ক্লাস সেটি পুষিয়ে দিবে।

 

আর স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্তিতি আনেক ভালো। এখন শ্রেণি কার্যক্রম চালু থাকলেও তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম।


এর আগে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়। এরমধ্যেই গত বৃহস্পতিবার তাপদাহের মধ্যে আগামীকাল রবিবার থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত