মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ কালবৈশাখীর ঝড়তুফানে শতশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৬ এপ্রিল রাতে এই ঝড়ে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর, শরীফপুর, তেলিবিল, চানপুর, পূর্বভাগ, হরিপুর, খিদিরপুর, ইটারঘাট, চারিয়ারঘাট গ্রামের শতশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

 


খবর পেয়ে শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

 

জানা যায়, কালবৈশাখীর এ ঝড়তুফানে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শরীফপুর ইউনিয়ন। এ এলাকার শতশত ঘরবাড়ি ও বিভিন্ন স্কুল-মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজারের অসংখ্য দোকানও ধ্বংস হয়ে গেছে।

 

শনিবার এ খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ দিয়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

 

সিলেটভিউ২৪ডটকম / অনি / মাহি