ফাইল ছবি

সিলেটে মে মাসের প্রথম সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের দিকে লক্ষ রেখে ৮ পরামর্শ দিয়ে আবহাওয়া সম্প্রসারণ অধিদপ্তর।

 


 

 

রবিবার (২৯ এপ্রিল) অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক ড. মো. শাহ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূবর্ হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

 

এর ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসল রক্ষার জন্য ৮টি পরামর্শ প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

১.বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ষ হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।
২.দ্রুত পরিপক্ক সবিজ সংগ্রহ করে ফেলুন।
৩.নিষ্কাশণ নালা পরিষ্কার রাখুন যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।
৪.উসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।
৫.সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।
৬.বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
৭.কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল ও সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

 

 


সিলেটভিউ২৪ডটকম / নোমান / নাজাত / ডি.আর