শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচ এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী হারুনুর রশিদের শরীরে মরণব্যাধি কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার ধরা পড়েছে।

তিনি বর্তমানে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তার রেডিও থেরাপি চিকিৎসা  চলমান, ক্যামোথেরাপী এবং সার্জারী পর্বের মাধ্যমে চিকিৎসা কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বাকি চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় বিশ লক্ষ টাকা।


পরিবার পক্ষে এই মুহুর্তের চিকিৎসা চালিয়ে যাওয়ার মত আর্থিক সক্ষমতা নেই। এমতাবস্থায় হারুনুর রশিদ সাস্টিয়ান পরিবারসহ সকল হৃদয়বান ব্যাক্তিদের কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে।

এ বিষয়ে পলিটিকাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান বলেন, হারুনুর রশীদ একজন যুবক ছেলে আমরা চাই সে যেন আবার তার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারে। তার  চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন এজন্য সাস্টিয়ানসহ সকলের প্রতি আহ্বান থাকবে নিজেদের সাধ্যমত সাহায্য করা। সে যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেজন্য আমরা সকলে দোয়া করবো।

হারুনকে সহযোগীতা পাঠানো যাবে:

ব্যাংক একাউন্ট 

পিএসএস  মানবিক সহায়তা তহবিল

সঞ্চয়ী হিসাব নং ০৪৯৬১০১২৪৭০১৮, পূবালী ব্যাংক পি এল সি, সিলেট শাখা, সিলেট।

মোবাইল ব্যাংকিং (বিকাশ/ নগদ/রকেট): -01741773471 (Shah Sultan Rasel)

বিকাশ, নগদ, রকেট। -01945244322 (Saiful Islam) বিকাশ, রকেট।


 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৮৭৫