ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু পায়নি বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে অনভিজ্ঞ দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ নারী দল। তবে মিডল অর্ডার ব্যাটাররা সেটা ধরে রাখতে পারেননি। সোবহানা মোস্তারি-নিগার সুলতানা জ্যোতিদের ধীরগতির ইনিংসের ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।


আজ বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে বাংলাদেশ।



টস হেরে ব্যাট করতে নেমে দিলারা আক্তার এবং মুর্শিদা খাতুনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। মূলত ব্যাট চালিয়ে খেলেছেন দিলারা আক্তার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান করে বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষ হওয়ার পর প্রথম ওভারেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ৯ রান করেন তিনি। তবে বাংলাদেশকে বড় ধাক্কাটা দেন রেণুকা সিং ঠাকুর। ২৭ বলে ৩৯ রান করা দিলারাকে সাজঘরে ফেরান তিনি।

 

দিলারার বিদায়ের পর রানের গতি অনেকটাই কমে যায়। হাত খুলে খেলতে পারেননি কোনো ব্যাটারই। চাপ তৈরি করে ১৪তম ওভারে পরপর দুই বলে ২ উইকেট তুলে নেন শ্রেয়াঙ্কা পাটিল। শেষদিকে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন নিগার সুলতানা। তবে নিগারকে সেটা করতে দেননি রাধা। ১৯তম ওভারে বাংলাদেশ অধিনায়ককে এলবিডাব্লিউ করে ফেরান রাধা যাদব। ৩৫ বলে ২৮ রান করে ফেরেন ১৯তম তিনি। শেষদিকে ৩ বলে ৭ রান করেন রাবেয়া খান। তাতে ১১৭ রানে থামে বাংলাদেশ।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি