আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী ৫ মে থেকে সিলেটের তাপমাত্রা আরো সম্ভাবনা রয়েছে। এরপর প্রতিদিন কাঙ্ক্ষিত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণও বাড়বে। কখনও টানা আবার বৃষ্টি থেমে থেমে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 


আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাস ও মাঝারি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩ মে) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

 

আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মে মাসে তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সবকিছুরই সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রা এপ্রিলের চেয়ে কিছুটা কম থাকবে।

 

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম বিভাগ ও ঢাকাসহ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাস ও মাঝারি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা খুবই কম। রংপুর, রাজশাহী বিভাগে ১০০ ভাগ বৃষ্টি হয়নি।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি/ নোমান