সুনামগঞ্জের ধর্মপাশায় যাত্রীবেশে ব্যাটারি চালিত ইজিবাইজ চালক সাইকুল ইসলাম খান ও হুমায়ুন কবির খুনের ঘটনা সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১ টি ইজিবাইক ও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গত দুদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

 


গ্রেফতকৃতরা হলেন- ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামের দেলোয়ার হোসেন, আজিম উদ্দিন, নুরুল আমিন, রুবেল মিয়া, জাকিরুল ইসলাম, নোয়াগাঁও গ্রামের কাউছার মিয়া ও নেত্রকোনার ঠাকুরকোনা গ্রামের সেলিম মিয়া। তারা গত ১৭ মার্চ ও ৮ এপ্রিল পৃথক দিনে দুই চালককে খুন করে দু’টি ইজিবাইক ছিনতাই করেছিল।

 

আজ শনিবার (৪ মে) বিকালে সংবাদ করে এই তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ।

 

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পৃথক দিনে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে নির্জনস্থানে নিয়ে দুই চালককে শ্বাসরুদ্ধ করে খুন করে ইজিবাইক দু’টি ৬৭ হাজার টাকায় বিক্রি করে দেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন তদন্ত করে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় ১টি ইজিবাইক ও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ইজিবাইক ছিনতাই ও দুই চালককে হত্যার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / মাহি