মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৯টি চা বাগান রয়েছে। এরমধ্যে ৩টি বাগান দীর্ঘদিন ধরে ‘ভূমি উন্নয়ন কর’ পরিশোধ না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

বিষয়টি নিয়ে দীর্ঘদিন অনুসন্ধানের পর রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এরই প্রেক্ষিতে ২টি বাগান ২৫ লাখ ৭৮ হাজার ৫২১ টাকা পরিশোধ করে।
 


ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজানগর চা বাগান, মুড়ইছড়া চা বাগান ও আসগরাবাদ চা বাগান পরিচালিত হয়। প্রতিবছর ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও এ ৩টি বাগান দীর্ঘদিন ধরে কর পরিশোধ করছিল না। ৩টির মধ্যে ৩৪ বছর ধরে রাজানগর চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে ৯৩ লাখ ৯৬ হাজার ৩১৭ টাকা, ৮ বছর ধরে মুড়ইছড়া চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে ৩৪ লাখ ৭২ হাজার ২৪২ টাকা ও ১০ বছর ধরে আসগরাবাদ চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে ২৭ লাখ ৮১ হাজার ৯৬৩ টাকা সরকারি পাওনা বকেয়া ছিল। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও রেন্ট সার্টিফিকেট অফিসার মো. মেহেদী হাসানের নিকট রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের হলে সম্প্রতি রাজানগর চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১৫ লাখ ও মুড়ইছড়া চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০ লাখ ৭৮ হাজার ৫২১ টাকা সরকারি পাওনা পরিশোধ করে। তবে আসগরাবাদ চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনও কোনো সরকারি পাওনা পরিশোধ করেনি।
 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, এই ৩ চা বাগান ছাড়া বাকি সবগুলো বাগান প্রতিবছর ভূমি কর পরিশোধ করে আসছে। দীর্ঘদিনের সরকারি পাওনা দ্রুত পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি পাওনা আদায় আইন ২০১৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৯৫২