ছাতক উপজেলার নিজগাঁও(রতনপুর) গ্রামের প্রবীণ মুরব্বি ও শালিস ব্যক্তিত্ব নজির উল্লাহ (নজই) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ..রাজিউন।

শুক্রবার (৩ মে) রাত ১১.৪০ মিনিটে ৮০ বছর বয়সে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।


শনিবার বেলা ২টায় জানাজা শেষে নিজগাঁও কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা পড়ান নিহতের ছেলে মাওলানা আজিজুর রহমান।

ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলায় শালিসি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত নজির উল্লাহ (নজই) নানাবিধ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। জীবদ্দশায় এলাকার মসজিদ মাদ্রাসা প্রতিষ্টায় রেখেছেন বিশেষ ভুমিকা।

মৃত্যুকালে তিনি ৮ ছেলে ২ মেয়ে ও ২ স্ত্রী নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ ও ছাতক উপজেলার রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৯৫৪