শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ গ্রামের সহস্রাধিক টিনশেডর ঘর, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সহস্রাধিক স্থাপনা বিধস্ত এবং ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৫টা থেকে ঘন্টাব্যাপী ঝড় ও শিলাবৃষ্টিতে এসব ক্ষয়ক্ষতি হয়। সর্বাধিক ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর হচ্ছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা, চৌধুরীপাড়া, মৌলারপাড়, কলোনি, নতুন বাঁশতলা, ঝুমগাও  পেকপাড়া।


কলোনি গ্রামের মাহমুদ আলী  বলেন, তিন থেকে চারশো গ্রাম ওজনের শিলাবৃষ্টিতে টিনের চালায় অসংখ্য বড় বড় ছিদ্র হয়ে অধিকাংশ ঘরের মূল্যবান মালামাল বিনষ্ট হয়েছে। বাঁশতলা গ্রামের আশি বছর বয়সী কৃষক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া বলেন, আমার জীবনে এতো বড় শিলা কখনো দেখিনি।

হকনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার ভুইয়া বলেন, আমাদের বাজারের প্রায় শতাধিক টিনশেডের ব্যবসা প্রতিষ্ঠান শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে মালামাল ভিজে গিয়ে ব্যবসায়ীরস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় ৫ নং ওয়ার্ডের সাবেক  ইউপি সদস্য  নজরুল ইসলাম ভুইয়া ও ধন মিয়া  বলেন, শিলাবৃষ্টিতে বাঁশতলা এলাকার অধিকাংশ টিনশেডের বসতঘর, গোয়ালঘরসহ বিভিন্ন স্থাপনা ছিদ্র হয়ে ফুটো হয়ে গেছে। যা একেবারেই বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন  বলেন, সীমান্তের বাঁশতলা এলাকায় রবিবারের শিলাবৃষ্টিতে প্রায় সহস্রাধিক টিনশেডের স্থাপনার (চালা) ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে।  আকষ্মিক এ শিলাবৃষ্টিতে পরিবার পরিজন নিয়ে সবচে বেশি বিপাকে পড়েছেন এখানকার নিন্ম আয়ের মানুষজন।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৯৭৯