সুনামগঞ্জ ২৮ বিজিবি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ২৮ বিজিবি ক্যাম্পের ভেতর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর কর্মকর্তা-কর্মচারি, সকল সরকারি অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

 


এসময় সেক্টর কমান্ডার কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আজ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সুনামগঞ্জে ২০২২ সালের শতাব্দির ভয়াবহ বন্যার সময় দুর্গম এলাকায় এই ব্যাটালিয়ন খাদ্য সহায়তা পৌচ্ছে দিয়েছে। চোরাচালান দমনেও এই ব্যাটালিয়ন চমৎকার কাজ করছে। ইতিমধ্যে অনেক সদস্য পুরষ্কার পেয়েছেন। এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করি। 

 

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম মাহমুদ হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, সুনামগঞ্জ র‌্যাব-৯ এর উপপরিচালক লে. কমান্ডার ফয়সল আহমেদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/ শহীদনূর/ নোমান