হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলাসহ দেশের ১৩৯টি উপজেলায় আজ বুধবার (৮মে)  প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচন।

 


সকাল ৮ টা শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪ টায় ৷ এখন কেন্দ্রের ভিতরে চলছে ভোট গননা। আর বাইরে প্রার্থী আর তাদের কর্মী সমর্থকেরা হিসেব কষছেন কারা হাসবেন বিজয়ের হাসি।

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন  উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলী আমজাদ তালুকদার (কৈ মাছ), আওয়ামী লীগ নেত ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া (কাপ প্লেইট), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান (আনারস), উপজেলা আওয়ামীলীগের বর্তমান  সহ-সভাপতি আকবর হোসেন (ঘোড়া),যুগ্ম আহবায়ক ডা.মো. লোকমান মিয়া (দোয়াত কলম) এবং ডা.রেজাউল করিম (মোটর সাইকেল)  ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে  ৭ জন এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, উপেজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হীরেন্দ্র পুরকায়স্থ (বই), সহ-সভাপতি শাজাহান মিয়া (টিয়া পাখি), উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন (তালা), উপজেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশিদ (মাইক), শ্রমিকলীগের সভাপতি জীবন মিয়া (চশমা), আব্দুল জলিল (বৈদুৎতিক বাল্ব) কালীপদ পাল (টিউবওয়েল)। ভাইস চেয়ারম্যান (নারী) পদে লড়ছেন তিনজন প্রার্থী। তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার (প্রজাপতি), সাবেক ভাইস চেয়ারম্যান এড.রুখসানা আক্তার (হাঁস) এবং মাহমুদা আক্তার রেপা(ফুটবল)।

 

উপজেলার ১টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ তন্মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৭২৫ জন এবং নারী ভোটার ৪৭ হাজার ৩০২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি।

 

উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা সাইফুল আলম জানান, ইতিমধ্যে সুষ্টভাবে গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণণা চলছে ৷ পুরো তথ্য এখনো আমরা পাইনি তবে আমরা আশা করছি ৫০ শতাংশের বেশী ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / মিলাদ / এসডি-২০২৫