মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহি বিষয়ক নিয়ে সিভিল সার্ভিস সোসাইটির সদস্যদের নিয়ে  সমাপনি সভা  অনুষ্ঠিত হয়েছে।

 


রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর ওয়াই মুভস প্রকল্প এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বৃহস্পতিবার (৯ মে ) সকাল সাড়ে ১০টায় সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে ভানুগাছ বাজারস্থ গ্রামের বাড়ী রেস্টুরেন্টে এ সমাপনী সভা হয়।

 

আরডব্লিউডিও'র ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  লেখক গবেষক আহমদ, প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো. জয়নাল আবেদীন, মাওলানা খালেদ আহমদ, নিরঞ্জন দেব, শিক্ষক সুরজিত সিংহ, , শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক  উপেন্দ্র শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমি রানী কর, ব্রজমোহন সিংহ প্রমুখ।

 

সমাপনী সভায় বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশন, বেকারত্বের এর কথা উপস্থাপন করে। স্থানীয় দায়িত্বশীলরা শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে উপস্থিত সকল মত প্রকাশ করেন।

 

সিলেটভিউ২৪ডটকম /জয়নাল /  মাহি