ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটিতে হারের তিতো স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তাই হোয়াইটওয়াশ এড়াতে হলে পঞ্চম ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতি-নাহিদার সামনে।


বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারতের মেয়েদের বিপক্ষে নামছে বাংলাদেশের মেয়েরা।



প্রথম চার ম্যাচ হেরে বাংলাদেশের আত্নবিশ্বাস এমনিতেই তলানিতে রয়েছে। আত্নবিশ্বাস ফিরে পেতে আজকের ম্যাচ জিতাটা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশে। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত।

 

ভারত একাদশ : হরমনপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমালথা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সজানা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবনা মোস্তারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত