ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় নির্ধারিত ভোট না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী কামাল হাসান ও টিয়াপাখি প্রতীকের ভাইস চেয়ারম্যানপ্রার্থী পূরণ উরাং জামানত হারাচ্ছেন।

 


বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার।

 

তিনি জানান, কুলাউড়ায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন। এরমধ্যে ভোট পড়েছে ৯৩ হাজার ৮২টি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যানপ্রার্থী কামাল হাসান ও ভাইস চেয়ারম্যানপ্রার্থী পূরণ উরাং নির্ধারিত ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারাচ্ছেন।

 

তিনি আরও জানান, এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২০৪১