মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় ভানুগাছ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসী ও হোটেলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। 
 

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ভানুগাছ বাজারসহ বিভিন্ন জায়গায় এ অভিযানে জরিমানা আদায় করা হয়।
 


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের তথ্য জানা যায়, তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণের ঔষধ  ও খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত রাধুনী হোটেলেকে  ৫ হাজার টাকা, ফুডল্যান্ডকে ৫ হাজার টাকা, মাহীন ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  
 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
 

সিলেটভিউ২৪ডটকম/ জয়নাল/ নোমান