সিলেট সিটি কর্পোরেশন নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে নগরবাসীর অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে এই অস্বাভাবিক ট্যাক্স প্রত্যাহারের দাবী জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

 


 

বৃহষ্পতিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

 

 

বিবৃতিতে তিনি বলেন, অংশগ্রহনহীন ও ভোটারবিহীন নির্বাচনে নগর ভবনকে দখল করে জনগনের সাথে যা ইচ্ছা তা'ই করা হচ্ছে। নগরবাসী কাঙ্খিত উন্নয়ন না পেলেও অযৌক্তিক ও অস্বাভাবিক ট্যাক্সের বুঝা জনগনের কাঁধে চাপিয়ে দেয়া হচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে যৌক্তিক ট্যাক্স নির্ধারন করুন। অন্যতায় এর জন্য নগরবাসীর কাছে জবাব দিতে হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর