মটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সরকারি হাসপাতালে দেখতে গিয়ে প্রেসক্রিপশনে মানসম্পন্ন কোম্পানির ঔষধ না লিখা দেখে  গুণগত মানসম্পন্ন কোম্পানির ঔষধ লিখতে ডাক্তারকে পরামর্শ দিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়।
 

শুক্রবার ১০ মে বেলা ১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে এমন চিত্রের দেখা মিলে।


সরেজমিনে দেখা যায়, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধাইপুর গ্রামের আজিজুল (৩৫) মটরসাইকেল দুর্ঘটনায় আহত হবার খবর পেয়ে তাকে দেখতে নবনির্বাচিত দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ছুটে আসেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। সে সময় জরুরী বিভাগে লিখা এক রোগীর প্রেসক্রিপশনের ঔষধ  গুলোর গুণগতমান ও কোম্পানি সম্পর্কে জানতে চান। সে সময়  তিনি আজেবাজে কোম্পানির ঔষধ না লিখে গুণগত মানসম্পন্ন কোম্পানির ঔষধ লিখতে আরএমও ডা. রায়হান উদ্দিন কে পরামর্শ দেন।
 

এবিষয়ে আরএমও ডা. রায়হান উদ্দিন  বলেন, ঔষধ গুলো স্বাস্থ্যসহকারী লিখেছে।বাংলাদেশে সরকার অনুমোদিত ২৫০ টিরমত ঔষধ উৎপাদককারী প্রতিষ্ঠান রয়েছে। এ গুলোর ঔষধ অনেকেই লিখে থাকে। আমরা আইনত এতে কিছু বলতে পারিনা।
 

তিনি বলেন, আমি সব গুলো কোম্পানির নামওই জানিনা। আমি সবসময় শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক কোম্পানির ঔষধ গুলো লিখে থাকি।

নবনির্বাচিত দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়  বলেন,সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।


 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২০৬৯