দেশে সরকারি চাকরির মোট তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য অবস্থায় রয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণির চাকরির স্তরেই খালি রয়েছে প্রায় দুই লাখ পদ।

‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ নামক সরকারি চাকরিজীবীদের তথ্যসংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে কর্মকর্তা-কর্মচারীসংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে।


প্রতিবেদনটিতে বলা হয়, সরকারি চাকরির মোট অনুমোদিত পদ রয়েছে ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এর মধ্যে কর্মরত রয়েছে ১৫ লাখ চার হাজার ৯১৩ জন। এর মধ্যে নারী চার লাখ ১৪ হাজার ৪১২ জন।

প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, শূন্য পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির পদ খালি ৪৬ হাজার ৬০৩টি, দ্বিতীয় শ্রেণির পদ রয়েছে ৩৯ হাজার ২৮, তৃতীয় শ্রেণির পদ রয়েছে এক লাখ ৯৫ হাজার ৯০২ এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৯৯ হাজার ৪২২টি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১৮


সূত্র : যুগান্তর