করোনাভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফনের উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন। যাদের আপনজন করোনয়া মৃত ব্যক্তির লাশ দাফনে করতে সমস্যায় পরবেন কিংবা অনীহা প্রকাশ করবেন তাদের পাশে দাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন।

আজ পবিত্র ঈদুল আজহার দিন থেকে এই কার্যক্রম শুরু করেছেন তিনি।


তিনি জানান, করোনায় মৃত্যু হওয়া অনেকেরই আপনজন যেখানে লাশ ফেলে পালিয়ে যাচ্ছেন, যা খুবই দুঃখ জনক। এমন দুর্যোগে স্বজনরা দূরে সরে গেলেও তাদের পাশে থাকবে ছাত্রলীগ। এজন্য একজন দক্ষ ইমাম এবং ছাত্রলীগের কর্মীদের নিয়ে একটি টিম গঠন করেছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিধি মেনে হাসপাতাল বা বাসায় গিয়ে নিজের খরচে মৃতদেহ গোসল করানো, কাফনের কাপড় পরানোসহ পুরো দাফন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা।

যাদের প্রয়োজন হবে তারা +৮৮০১৭১৭৭৯৪৮২২, +৮৮০১৭৯২৩২৭২৫৫ এবং +৮৮০১৭১৯৪০৫৩৫৫ যোগাযোগ করে সহযোগিতা নিতে পারবেন।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন এরআগেও তিনি হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস এবং রমজানে ইফতার ও খাদ্য সমগ্রী ইত্যাদি বিতরণ করেছেন। কিছুদিন আগে গরীব অসহায় কৃষকের ধান কেটে মারাই করে ঘরে তুলে দিয়ে এসেছেন।

এছাড়া বর্তমানে তার নিজ অর্থায়নে সিলেট নগরীতে ফ্রী অক্সিজেন সার্ভিস চলমান রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১০