মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘Student-centredness: Making English Language Learning More Involving for Adult Learners’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই কর্মশালার আয়োজন করা হয়। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।

জনসংযোগ শাখা জানায়, কর্মশালাটি পরিচালনা করেন Cambridge CELTA এবং ICELT প্রশিক্ষক আর্থার ল্যাইং। কর্মশালায় তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষণ পদ্ধতির বিভিন্ন কার্যকরী দিক তুলে ধরেন।
    
এম এ প্রোগ্রামের শিক্ষার্থী নুরুন্নাহার ডেজির সঞ্চালনায় কর্মশালাটিতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান অনিক বিশ্বাস। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক সৈয়দ নাকীব সাদী। বিভাগের নির্দিষ্ট সংখ্যক নির্বাচিত শিক্ষার্থীরাই এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পায়।


সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে