পিডিজি লে. কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন, বিশ্বকে পোলিও মুক্ত করতে ১৯৮৫ সাল থেকে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছেন। রোটারিয়ানদের এ পরিশ্রম সফলতাও পেয়েছে। বর্তমানে প্রায় পুরো বিশ্ব পোলিওমুক্ত। শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তানে মাঝে মাঝে ২-৩ পোলিও রোগী শনাক্ত হয়। আশা করি- খুব শিগগিরই বিশ্ব পোলিও মুক্ত হবে।

রবিবার (২৪ অক্টোবর) বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮২ এর উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।


বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮২ এর উদ্যোগে নগরীর মানিকপীর টিলাস্থ জালালাবাদ পঙ্গু পূর্নবাসন কেন্দ্র থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

নগরীর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ব পোলিও দিবস র‌্যালীর চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোস্তফা কামালের সভাপতিত্বে র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট আলী আশরাফ চৌধুরী খালেদ, সিলেট মহানগরের প্রেসিডেন্ট এম.এ কাইয়ূম, রোটারী ক্লাব অব মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল হাফিজ, রোটারী ক্লাব অব শ্যামল সিলেট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল কাদির, রোটারী ক্লাব অব সিলেট গ্রিন সিটির রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, রোটারী ক্লাব অব সিনারজি প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রহমান, রোটারী ক্লাব অব সিলেট ভ্যালি প্রেসিডেন্ট রোটারিয়ান ড. একেএম আব্দুল্লাহ আল হারুন, রোটারী ক্লাব অব সিলেট সুপ্রীম এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. এনামুল কবির, রোটারী ক্লাব অব সিলেট রাইজিং প্রেসিডেন্ট রোটারিয়ান ইউনুছ আলী, রোটারী ক্লাব অব সিলেট আপডাউন প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান, রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সোহেল মাহমুদ,রোটারী ক্লাব অব গোল্ডেন সিলেট প্রেসিডেন্ট রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান, রোটারী ক্লাব অব সিলেট এ্যালিগেন্স প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির হোসেন, রোটারী ক্লাব অব সিলেট ইম্পিরিয়াল প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবীর চৌধুরী, রোটারী ক্লাব মেট্রোপলিটন সিলেট প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুর রহমান খোকন এছাড়াও উপস্তিত ছিলেন এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আবু সালেহ এহিয়া, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান আব্দুল্লাহ আল জাকির, রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩