মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্দের ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া এলজিইডির বাস্তবায়নে কাদিপুর ইউনিয়নের ফানাই নদীর পানি কৃষিকাজে ব্যবহারের জন্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি এর ৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


এসএসডব্লিউআরডিপি-২ প্রকল্পের আওতায় স্লুইচ গেইটের ১০ ভেন্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফুল হক, এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, হোসেন মনসুর, আব্দুল নাহিদ চৌধুরী, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ, ঠিকাদার মুক্তাদিরুল ইসলাম তুহিন প্রমুখ।

জানা যায় ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজ’ সম্পন্ন হলে উপজেলার কাদিপুর, ভাটেরা, ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভূকশিমইলসহ ৫ ইউনিয়নের কৃষকরা বোরোসহ বিভিন্ন কৃষি মৌসুমে কৃষি কাজে পানি ব্যবহারের সুবিধা ভোগ করবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০৫