ইউক্রেনে হামলা চালানোর কারণে ফিফার দেখানো পথে নিজেদের জনপ্রিয় ভিডিও গেম ‘ফিফা-২২’ থেকে রাশিয়ার জাতীয় দল ও সব ফুটবল দলকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিকস আর্টস (ইএ)।

শুধু তাই নয়, ভিডিও গেমটি থেকে রাশিয়ার জাতীয় দলের পাঁচ সদস্য ছাড়া সব ফুটবল খেলোয়াড়ের ছবি ও তথ্য মুছে ফেলার কাজও শুরু করেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। এই অভিযানকে আরও বাড়াতে এবার সনির এক্সবক্স ও মাইক্রোসফটের প্লেস্টেশন প্ল্যাটফরমে রাশিয়া ও বেলারুশের গেমারদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। এ নিষেধাজ্ঞা সামরিক আগ্রাসন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাশিয়ার ওপর চাপ তৈরি করবে বলে মনে করছেন ফেদোরভ। তাই সব ই-স্পোর্টস প্ল্যাটফরম এবং গেম নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের সেবা পাওয়ার সুযোগ থেকে রাশিয়ান গেমারদের বাদ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সনির প্লেস্টেশন আর মাইক্রোসফটের এক্সবক্স প্ল্যাটফরমকে ট্যাগ করে টুইট করেছেন ফেদোরভ।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১১


সূত্র : যুগান্তর