ছেঁড়া জিন্স পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো দক্ষিণ কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ। শনিবার শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করে কেউ যদি ছেঁড়া জিন্স পরে কলেজে প্রবেশ করে, তাহলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) ধরিয়ে দেওয়া হবে। সেদিনই হবে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের শেষ দিন!


ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরার বিতর্কের মধ্যেই এবার কলকাতায় কলেজপড়ুয়া শিক্ষার্থীদের কৃত্রিমভাবে তৈরি ছেঁড়া জিনস প্যান্ট পরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
জানা গেছে, কলকাতার এই কলেজে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। নিয়মানুযায়ী শুধু কলেজপড়ুয়ারা কৃত্রিমভাবে তৈরি ছেঁড়া জিনস প্যান্ট পরে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে না তা নয়, বরং কলেজের শিক্ষক ও কর্মচারীরাও পারবে না।

কলেজের এক অধ্যক্ষ বলেন, জিন্স পরার বিষয়টি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। ছাত্র-ছাত্রীরা জিন্স পরতেই পারেন। তবে ছেঁড়া জিন্স শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় পরা উচিত নয়।তিনি চান না শিক্ষা প্রতিষ্ঠানে কেউ এরকম পোশাক পরে আসুক।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১১


সূত্র : কলকাতা নিউজ ও এবিপি