পিডিজি (রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২) লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর বলেছেন, দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে রোটারিয়ানরা কাজ করছেন। রোটারী প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে মানবতার সেবায় কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন করছে রোটারী ক্লাবগুলো।

বিশ্বের বৃহৎ অলাভজনক ফান্ড ‘রোটারী ফাউন্ডেশন’ ক্ষুধাপীড়িত ও দরিদ্র মানুষের উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে। বিশ্ব থেকে পোলিও নির্মূল করতে রোটারিয়ানরা হাজার-হাজার কোটি টাকা খরচ করছেন। রোটারিয়ানরা নিজেদের সমাজসেবায় উৎসর্গ করতে কাজ করে।


তিনি ১৭ এপ্রিল (রবিবার) বেলা ২টায় রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পানি শোধনাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান এস এ শফি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান এম এ রহিম।

বক্তব্য রাখেন- পিপি রোটারিয়ান এ.কে.এম কামারুজ্জামান মাসুম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তানিয়া আহমদ, সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহমুদ বিন আব্দুল্লাহ, আল-আমীন প্রমুখ।

এর আগে পিডিজি (রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২) এম আতাউর রহমান পীর রোটারী ক্লাব অব সিলেট সিটি আয়োজিত সফল ক্যারিয়া : নেপথ্যে গল্প শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপি রোটারিয়ান এ.কে.এম কামারুজ্জামান মাসুম। সেমিনারে কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩