মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের বিরুদ্ধে দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এই ঘটনা ঘটে।


নামপ্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ইউপি চেয়রম্যান বলেন, সোমবার দুপুরে দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনসহ আমরা কয়েকজন ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের কার্যালয়ে যাই। এসময় আজির উদ্দিন হাটবাজার থেকে রাজস্বখাতের আয়ের টাকা না পাওয়ার কারণ জানতে চাওয়ায় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ক্ষেপে যান। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে মারার জন্য তেড়ে আসেন। এসময় তিনি নিজের পায়ের জুতা খুলে আজির উদ্দিনকে মারেন এবং তাকে ধাক্কা দেন। পরে উপস্থিত লোকজন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে নিবৃত্ত করেন।

এব্যাপারে জানতে ভুক্তভোগী দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি প্রজেক্টের বিষয়ে নিয়ে উপজেলা চেয়ার‌ম্যানের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এবিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি তার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন। এসময় তিনি উপজেলা চেয়ার‌ম্যান সোয়েবের বিরুদ্ধে আপনাদের কারও নিউজ করার সাহস নাই বলে ফোনে এর বেশি কিছু বলতে পারবেন না বলে সংযোগ কেটে দেন।

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে লাঞ্ছিতের বিষয়ে জানতে উপজেলা চেয়ার‌ম্যান সোয়েব আহমদের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল না ধরায় তার বক্তব্য জানা যায়নি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৮