বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল বের করা হয়েছে।

রবিবার বিকাল ৪টায় বন্দরবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলরোড পয়েন্টে এস এক পথসভার মাধ্যমে শেষ হয়।


ছাত্রদল নেতা আব্দুর রহমান বকুলেরর সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা মঈনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আলী আহমদ, তরিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রদলের সদস্য শেখ মুরাদ, শামীম আহমদ শামস, তোফায়েল আহমদ, রাসেল আহমদ, সাকের আহমদ, ছাত্রদলনেতা সেফুল আহমদ, আমিনুল ইসলাম, সোহাগ, রুবেল, উসমান, নাসিম, ফারুক, হানিফ, সুমন, নিরব আহমদ প্রমুখ।

মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি কেন্দ্রীয় কমিটির নবগঠিত নেতৃত্ব শ্রাবণ- জুয়েল হাতে তুলে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানান।

তিনি বলেন, শ্রাবণ - জুয়েল এর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার আন্দোলন ও গণতন্ত্র পূণঃপ্রতিষ্টা পাবে ইনশাআল্লাহ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭