সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।

শনিবার (৩০ এপ্রিল) এক শোক বার্তায়  সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা সেক্রেটারী আব্দুল আহাদ, মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন একজন আলোকিত মানুষ। তাঁর ব্যক্তিগত শুদ্ধাচার শ্রেণি নিরপেক্ষ ভাবে সকলের কাছেই তাঁর শ্রদ্ধার আসন নিশ্চিত করে। তিনি ছিলেন সততা ও নিষ্ঠার মূর্ত প্রতীক। 


নেতৃবৃন্দ বলেন, তিনি সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী মহলের অভিভাবক ছিলেন। আমরা সব সময় তাঁর কাছে সহযোগিতা পেয়েছি। সিলেটে ব্যবসায়ীদের উন্নয়নে তিনি কাজ নিরসলভাবে কাজ করেছেন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭