বিভিন্ন কারণে স্থগিত থাকা সিলেটের জকিগঞ্জে ২টি ও গোলাপগঞ্জে ১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 


নির্বাচন কমিশন (ইসি) নতুন তারিখ অনুযায়ী জকিগঞ্জে ২টি ও গোলাপগঞ্জে ১টিসহ ১৬ ইউপির ভোট আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ নতুন তারিখ ঘোষণা করেন। 


নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জের সুলতানপুরে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। জাকিগঞ্জের কাজলসার ইউপিতে সকল পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে।


তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের কয়েকদিন আগে স্থগিত করার ফলে যেগুলোতে পুনরায় নির্বাচন করা হবে সিলেটের গোপালগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নও।


এ লক্ষ্যে ভোটগ্রহণ করতে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/এসডি-২৮