সিলেটে সয়াবিন তেলের কারসাজি বন্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


শনিবার (১৪ মে) নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।



অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে মজুত করা প্রায় সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।


অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম ও সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।


জানা যায়, দাঁড়িয়াপাড়স্থ জনপ্রিয় স্টোরে নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম প্রথমে তা জব্দ করে স্থানীয় লোকজন, পথচারী ও অন্যান্য ব্যবসায়ীদের কাছে ন্যায্য মূলে বিক্রি করে দেয়।


এ সময় তেল কেনার হিড়িক পড়ে যায় পুরো এলাকায়। মুহূর্তেই লোকে লোকারণ্য হয়ে যায় এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোকজন তেল কিনতে থাকেন।


তেল কিনতে আসা ক্রেতারা জানান, ভোক্তা অধিকার এ ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয়। সেই সাথে এসব অবৈধ তেল মজুদকারীর বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করার কথাও জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/এএস/এসডি-১২