ঢাকাস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে চার বছর মেয়াদি বিএসসি, ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই-ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ) সম্পন্ন করে বিশেষ সম্মাননা ডিগ্রি অর্জন করেছেন সিলেট বিভাগের অন্যতম মেধাবী ছাত্র কুলাউড়া উপজেলার আব্দুল্লাহ আলাভী।

 


২৩ মে ঢাকাস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি চত্বরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ সনদ প্রদান করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন।

 

মেধাবী আলভী কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার নিবাসী প্রকৌশলী রোকন ইবনে আব্দুল মুনিম ফয়জীর ছেলে ও সিলেট ওসমানী হাসপাতালের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইয়েদ ইনাম অলিদের ভাতুষ্পুত্র।

 

উল্লেখ্য, আবদুল্লাহ আলাভী ইসলামিক ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে 3.83 out of 4 score পেয়ে বিশেষ সম্মাননা ডিগ্রি অর্জন করেছে। আলাভী শিক্ষা জীবনের এ সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৬