সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে রোববার (২৯ মে) থেকে ‘অ্যারোনেট এলইউ ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্ট-২০২২’ শুরু হবে।

‘লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব’র উদ্যোগে সকাল ১০টায় সিলেট দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার রাগীবনগরস্থ ভার্সিটি ক্যাম্পাস মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির কন্ট্রোলার অব এক্সাম এন্ড রেজিস্টার (অ্যাক্টিং) মোহাম্মদ মুশতাক আহমদ, ফ্যাকাল্টি অব স্যোসাল সাইন্স বিভাগের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিন প্রফেসর ড. বশির আহমদ ভূঁইয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান এবং লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের অ্যাডভাইজার মো. মাহবুবুর রহমান।

টুর্নামেন্টে গ্রুপভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাউন্ডে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। 

খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘sylhetview24’। টুর্নামেন্টটি স্পন্সর করেছে ইন্টারনেট ক্যাবল অপারেটর কোম্পানি ‘ArrowNet Sylhet’ এবং ইন-কাইন্ড স্পন্সর হিসেবে রয়েছে Red card। টুর্নামেন্ট পরিচালনা করবে লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম