জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম সরকার শনিবার সকাল ৮টায় সিলেট হার্টফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

 


মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সাড়ে ৬টায় গোসল করতে গিয়ে অসুস্থতাবোধ করেন, সাথে সাথে সন্তানেরা সিলেট হার্টফান্ডেশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।


তিনি জৈন্তাপুর ইউপির ২নং লক্ষীপুর গ্রামের বাসিন্ধা, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩ ছেলে ৩ মেয়ে ১স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
 
বাদ আছর রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পাঞ্জেখানা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

এদিকে তার আকস্মীক মৃত্যুতে শোক প্রকাশ করেন- সিলেট-৪ আসনের সাংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম, সহকারি কমিষনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সালাহ উদ্দিন মিয়া, জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ'র সহকারি অধ্যাপক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, আলমগীর হোসেন, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস শোক প্রকাশ করেন এবং শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৪৫