ছাপা কাগজে প্রথম আলোর ৫০ লাখ পাঠক উদযাপনে ভিডিও তথ্যচিত্র নির্মাণে ১৩০টিরও বেশি বন্ধুসভার মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা সেরা বন্ধুসভা হিসেবে পুরস্কার অর্জন করে । সেই পুরস্কার তুলে দেওয়া ‌হয়েছে সংগঠনের উপদেষ্টাবৃন্দ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের হাতে। এ উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে  ‘পুরস্কার উন্মোচন অনুষ্ঠান’ গত ২৪ মে আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি শুরু হয় সংগঠনের জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ ও কার্যনির্বাহী সদস্য শ্রাবন্তী পাল শৈলীর সঞ্চালনায়। এরপর বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি আফনান সেলিম। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন এবং কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ তাদের বক্তব্যে ৮ম কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুসভার কার্যক্রম এর প্রতি তাদের ভালোলাগার কথা প্রকাশ করেন। উপদেষ্টা অনিক বিশ্বাস বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা বরাবরই সুশৃঙ্খলভাবে কাজ করে আসছে। তোমাদের অর্জন শুধু এ পুরস্কার নয় বরং তোমরা ভালো কিছু করে যখন মানুষের মুখে হাসি ফোটাও সেটাই তোমাদের আসল অর্জন।’

এ ‘পুরস্কার উন্মোচন অনুষ্ঠান’-এ উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান।

উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার ৮ম কমিটি অর্থাৎ বর্তমান কমিটির সহসভাপতি ভারতী রায়, সাধারণ সম্পাদক শ্রেয়সী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজনীন হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আলী হায়দার অন্তর, সাংস্কৃতিক সম্পাদক অন্নপূর্ণা দেবনাথ জুইঁ, ম্যাগাজিন সম্পাদক শুভদ্বীপা চৌধুরী, বইমেলা সম্পাদক ফাহমিদা রহমান বিথি, সাধারণ সদস্য বিজয় বিশ্বাস, রুদ্রনীল দত্ত, মামুনুর রশিদ মামুন, মোঃ সাজিদুল ইসলাম চৌধুরী, এ.কে.এম. নাহিদ, সৈকত সেন, সাফাত আহমেদ চৌধুরী, মো. আবু রায়হান, অলিদুর রহমান চৌধুরী প্রমুখ।

এছাড়াও জ্যেষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রুমেন চৌধুরী, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী মাহির, অনুষ্ঠান সম্পাদক ফারহান বাহার চৌধুরী, ৭ম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তানিম আহমেদ বাবর।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে