সিলেটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে আর্তমানবতার সেবায় ‘উত্তরা মোর্টস লিমিটেড’।

 


উত্তরা মোর্টস লিমিটেড এর পক্ষে শনিবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিন শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেয়া হয় ত্রাণসামগ্রী।

 

ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিয়াজ, চিড়া, গুর, ওরস্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় আরও কয়েকটি পণ্য। সকালে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ এর কার্যালয় মধ্য দিয়ে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন গ্রামে বাড়ীবাড়ী গিয়ে ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়।

 

বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উত্তরা মোর্টস লি: সিলেট ডিবিশনাল অফিস শাখার প্রধান মো. আব্দুল মালেক।

 

এসময় আরো উপস্থিত ছিলেন- উত্তরা মোর্টস লি:সিলেট সহকারী ব্যবস্থাপক মো: আফজাল হোসেন, আব্দুল্লাহ আল ফয়সাল, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী ডার্নিং বাজাজের স্বত্তাধিকারি আব্দুল রাজ্জাক রাজন, নন্দিগাও ইউনিয়ন পিরষদ এর চেয়ারম্যান এস বামরুল হাসান আমিরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮