সিলেট প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড়ের ক্লাবের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন টিলাগড় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।


শোকবার্তায় কাউন্সিলর আজাদ বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন কার্ত্তিক রায়। আজীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে গেছেন। বৃহত্তর টিলাগড়ে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি সমাদৃত ছিলেন।



শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় বৃহস্পতিবার (২ জুন) সকাল দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সিলেটভিউ২৪ডটকম/পিডি