৭ অর্ধশতকের নজির আছে ২৬ বার, ৮ অর্ধশতকের ঘটনা একটাই। তবে এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়লো বাংলা। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিপক্ষে ১ম ইনিংসে ৭৭৩ রান করেছে ৭ উইকেটের বিনিময়ে। বাংলার ৯ জন ব্যাটার ৫০ বা তার অধিক রান করে ইতিহাস গড়েছেন।

বুধবার (৮ জুন) বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বাংলার ইতিহাস গড়া রান উৎসবের দিনে ব্যাট হাতে নেমে সব ব্যাটার অর্ধশতক বা এর বেশি রান করেছেন। ৭ জন পঞ্চাশের পরে থেমে গেলেও শতক হাঁকিয়েছেন সুদীপ ঘরামি (১৮৬) এবং অনুস্তুপ মজুমদার (১১৭)। অর্ধশতক হাঁকিয়েছেন অভিষেক রমন (৬১), অভিমন্যু ইশ্বরন(৬৫), মনোজ তিওয়ারি(৭৩), অভিষেক পোরেল (৬৮), শাহবাজ আহমেদ (৭৮), মন্ডল (৫৩*), আকাশ দ্বীপ (৫৩*)। এক থেকে আট নাম্বারে নামা সব ব্যাটারের একই ইনিংসে অর্ধশত বা এর বেশি রান করার নজিরও এটাই প্রথম।


সর্বশেষ ১৮৯৩ সালে ইংল্যান্ডের পোর্টসমাউথে সফরকারী অস্ট্রেলিয়ানরা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সম্মিলিত দলের বিপক্ষে ম্যাচে এক ইনিংসে ৮টি অর্ধশত হাঁকানোর রেকর্ড হয়েছিলো। এটাই এতদিন এক ইনিংসে সবচেয়ে বেশি অর্ধশত বা অধিক রান করা সর্বোচ্চ সংখ্যক ব্যাটারদের রেকর্ড হয়ে টিকে ছিলো।

রঞ্জি ট্রফিতে এর আগে এক ইনিংসে ৭ অর্ধশতকের রেকর্ড হয়েছে তিন বার। ১৯৪০-৪১ মৌসুমে মহারাষ্ট্র উত্তর ভারতের বিপক্ষে, ১৯৪৫-৪৬ সালে হোলকার মাইসোরের বিপক্ষে, ১৯৯৬-৯৭-এর আসরে বাংলা বিহারের বিপক্ষে এক ইনিংসে ৭টি পঞ্চাশ বা তদূর্ধ্ব ব্যক্তিগত রানের রেকর্ড করেছে বলে ক্রিকেট পরিসংখ্যানবিদ এবং ইতিহাসবিদদের বরাতে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/টিএস-৬৬