ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নে বন্যার্ত পানিবন্দি তিন শতাধিক পরিবারের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তিনি এসব বিতরণ করেন। পরবর্তীতে যেকোন প্রয়োজনে সাধ্যমতো তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় নাজমুল ইসলামের বড় ভাই আওয়ামী লীগ নেতা বহলুল আহমদ, উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, সিলেট জেলা ছাত্রলীগ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে সিলেট মহানগরীর ৩২নং ওয়ার্ডের চাঁনমিয়া রাণী বেগম প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ২০টি পরিবারের ১০৯ জন মানুষের মাঝে সিলেট জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সহায়তায় রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস