মহান মুক্তিযুদ্ধর মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২৩ জুন) জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা আওয়ামী লীগ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ।



সকাল এগারোটায় জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান,  সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, হুমায়ুন ইসলাম কামাল, শমসের জামাল, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, মজির উদ্দিন, শামসুন্নাহার মিনু, ডা. নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।

পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বেলা সোয়া এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, ফয়জুর রহমান আলোয়ার, বিজিত চৌধুরী, মো. ছানাওর, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ প্রমুখ।

সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। অন্যান্য বছরের মতো এবার র‌্যালির আয়োজন করা হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/পিডি