এবারের ইংল্যান্ড সফরে বার বার একজনই প্রতিরোধ গড়ছেন নিউজিল্যান্ডের। তিনি ড্যারিল মিচেল। তিনটি টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাতে ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে কিউইদের। হেডিংলিতে শুক্রবার ১০৯ রান করে এক সিরিজে ইংলিশদের বিপক্ষে কিউইদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন।

 


১৯৪৯ সালে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মার্টিন ডোনেলি। তার চেয়ে ২০ রান বেশি করেছেন মিচেল ৪৮২!

 

৩১ বছর বয়সী মিচেলের এই রেকর্ড সমৃদ্ধ করার আরও সুযোগ রয়েছে। যদি কিউইরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায় তাহলে। তাছাড়া তিনি নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন।

 


তিন টেস্টেই মিচেলের ইনিংসগুলো ছিল দলের দুঃসময়ে। লর্ডসে করেছেন ১০৮ রান। টেন্ট ব্রিজে করেছেন ১৯০। অবশ্য মিচেলের ব্যাটিং বীরত্বের পরেও দুটি টেস্টে জয় পায়নি কিউইরা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নরা দুটিতেই হেরেছে ৫ উইকেটে।

 

শুক্রবার মিচেলের তৃতীয় সেঞ্চুরি এসেছে ২১৩ বলে। অবশ্য তার পরেই আউট হয়ে গেছেন। জ্যাক লিচের বলে তালুবন্দি হয়েছেন বেন স্টোকসের।

 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান:

ড্যারিল মিচেল (২০২২)- ৪৮২

মার্টিন ডোনেলি (১৯৪৯)- ৪৬২

বার্ট সাটক্লিফ (১৯৪৯)- ৪২৩


সিলেটভিউ২৪ডটকম/বাটি/ইআ