ভয়াল বন্যার কবলে পড়া সিলেট অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের সিলেটের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালককে এ সংক্রান্ত তথ্য ছক অনুসারে পাঠাতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক চিঠিতে অধিদপ্তর বলেছে, বন্যায় কতোগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও কতোজন শিক্ষার্থী কবলিত হয়েছে, তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে ইমেইলে ([email protected]) পাঠাতে হবে। সিলেট অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলার সব তথ্য একত্রিত করতে হবে।
এরপর কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের ই-মেইল থেকে উল্লিখিত ইমেইলে পাঠাতে হবে। বিচ্ছিন্নভাবে তথ্য না পাঠাতে চিঠিতে উল্লেখ রয়েছে।
অধিদপ্তরের চিঠিতে বন্যাক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, নাম, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এমন প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা, পাঠদান চালানো সম্ভব, আংশিক সম্ভব নাকি সম্ভব না এমন তথ্য, বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের মোট সংখ্যা প্রভৃতি তথ্য জানতে চাওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে