হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরাঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াল ব্যবসায়ী ফেরদৌস হাসান চৌধুরী।

 


রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলোতে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার হোসেন, লন্ডন প্রবাসি মিজানুর রহমান চৌধুরী ও মাওলানা গাউছ চৌধুরী প্রমুখ।

 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, আলু, পেয়াজ, তেল, চিনি ও সেমাইসহ অন্যান্য সামগ্রী।

 

ব্যবসায়ী ফেরদৌস হাসান চৌধুরী জানান, বন্যার এই সময়ে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। কারণ এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষজন কতটা অসহায় তা নিজ চোখে না দেখলে বুঝা যায় না।

 

তিনি বলেন, তাই আমি নিজ উদ্যোগে ও অর্থায়নে প্রায় ২১২টি পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। প্রয়োজনে আরো বিতরণ করা হবে।

 

আলু, পেয়াজ, তেল, চিনি ও সেমাইসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পেয়ে খুশি অসহায় বন্যার্তরা। এসময় তারা অনেকেই ব্যবসায়ী ফেরদৌস হাসান চৌধুরী ও তার পরিবারের জন্য দোয়া করতে দেখা গেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০২