যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ইনসান এইড ইউকের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে ফুড প্যাক (চাল, ডাল, তেল, পিঁয়াজ) ও প্রতি পরিবারে ৫০০ করে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

 


সোমবার (২৭ জুন) বিকালে ইসলামাবাদ এলাকার বন্যাদূর্গত ধর্ম-বর্ণ-নির্বিশেষে শতাধিক পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইনসান এইডের ওভারসীজ ডেভোলাপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিন।

 

এসময় বক্তারা বলেন, আকস্মিক বন্যায় অসহায়ত্বের শিকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইনসান এইডকে অপরিসীম কৃতজ্ঞতা। প্রবাসীরা যে কোনো বিপদে আমাদের পাশে দাঁড়ান। তাদের এই সহযোগিতা সহমর্মিতা মানুষ আজীবন মনে রাখবে।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী সহকারী ও ইসলামাবাদ জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল খালিক, প্রবীণ মুরব্বি বশির মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন শামীম, সমাজসেবক তফুর আলী, প্রবাসী মামুন আহমদ, শাহপরাণ এরিয়া প্রতিনিধি নুর আনসারী, হাফিজ জাহেদ আহমদ ও সুহেল আহমদ প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০