(প্রতীকী ছবি)

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বুধবারও (২৯ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

মঙ্গলবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, মিরবক্সটুলা, অনামিকা আ/এ, ঝরনারপাড়, কুমাড়পাড়া, নাইওরপুল, সওদাগরটুলা, ধোপাদিঘীরপাড়সহ আশপাশ এলাকায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

শামস-ই আরেফিন বলেন, এই কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। 

উল্লেখ্য, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবারও (২৮ জুন) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম